আরব আমিরাতে প্রায় এক যুগ বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ ছিল। অনেক কষ্ট ও সাধনার পরে এখন বাংলাদেশীদের ভিসা দেওয়া শুরু করেছে আমিরাত সরকার।
দয়া করে এই সুযোগের অ’পব্যবহার করবেন না। তবে সরাসরি রেসিডেন্স ভিসা হচ্ছে না, ভিজিট ভিসায় এসে রেসিডেন্স ভিসা
লাগাতে পারবেন। . অবৈ’ধ পথে দশ টাকা আয়ের জন্য বা আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য পুরো জাতির বদনাম করবেন না।
বৈধ পথে আরব আমিরাতে আসুন, সম্মানের সাথে কাজ করুন। বাংলাদেশীদের অর্থনীতিতে অবদান রাখু’ন। যারা নতুন করে আসতে চাচ্ছেন। ইংরেজি সহ আরবি বা হিন্দি ভাষায় দক্ষতা অর্জন করে আসুন। এতে ভালো মানের এবং ভালো বেতনের চাকরী পেতে সুবিধা হবে। – কাজী ইসমাইল আলম দুবাই- আরব আমিরাত।