নাসির হোসেন, অনেকের কাছে বাংলাদেশের ক্রিকে’টের হার্ডহিটার বা দুর্দান্ত বোলার কাম ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও তার চেয়েও বেশি পরিচিত বেডবয় হিসেবে। নানা বিতর্ক আর প্রেম ঘটিত কর্মকান্ডের জন্য নাসির হোসেন প্রায়
সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সবশেষটায় বিশ্ব ভালবাসা দিবসে বিমানবালা তামিমা তান্নিকে বিয়ে করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন।
তবে বিয়ের পর থেকেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন বি’তর্কি’ত এই ক্রিকেটার। একটি সুত্র বলছে, উত্তরা পশ্চিম থানায় তামিমা’র স্বামী রাকিব গত ১৮/২/২১ তারিখ জি’ডি করেন। এরপর থেকেই নাসির এবং তার নববিবাহিত স্ত্রী তামিমা তান্নি ওরফে শবনম মধুচন্দ্রিমা’র নামে মুলত আ’ত্মগো’পনে চলে গেছেন।
তামিমা তাম্মি এবং নাসিরের মোবাইল ফোনে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে। গত দুই দিনে
উত্তরায় তামিমা’র বাসায় সরেজমিন খোঁজ নিতে গেলে (বিয়ের পর যেখানে উঠেছিলেন) তামিমা’র ছোট ভাই অ’ভি
জানিয়েছেন, দুজন-ই বাইরে আছেন, বিকালে বাসায় ফিরবেন। বিকালে গড়িয়ে সন্ধ্যা কিংবা পরদিনেও তারা আর বাসায় ফিরে আসেননি। এমনকি ছোট ভাই অ’ভিও ফোন ধরেননি।