1. admin@clicksports24.com : Click Sports :
  2. ovimani9649@gmail.com : Minhaz :
  3. rezwan.sheikh@outlook.com : Reporter Aysha : Reporter Aysha
  4. kibtiahaque54@gmail.com : Reporter Kibtia :
সম্ভাবনাময় ফুটবলারের ক্যারিয়ারের ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে
বুধবার, ০৪ অগাস্ট ২০২১, ০৮:২৩ পূর্বাহ্ন

সম্ভাবনাময় ফুটবলারের ক্যারিয়ারের ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে

সাংবাদিকঃ কিবতিয়া
  • আজ রবিবার, ১৮ জুলাই, ২০২১

যেখানে চিন্তা ছিল বাংলাদেশ আগামী বছর এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্ব খেলবে এখন দেখা যাচ্ছে এশিয়ান কাপ বাছাই তো দূরের কথা বিশ্বকাপ ও এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ে বাংলাদেশের খেলা নিয়ে সংসয় ছিল।

ফরোয়ার্ড রবিউল ইসলামের গোলে লাওসকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে খেলার সুযোগ পায়। সেই রবিউল এখন

নিজেকে হারিয়ে খুঁজছেন। বসুন্ধ’রা কিংস থেকে এই মৌসুমের দ্বিতীয় লেগে ধারে মোহা’মেডানে এসেছিলেন রবিউল। মোহা’মেডান রবিউলের কাছ

থেকে সে রকম পারফরম্যান্স পায়নি। শৃঙ্খলা ভ’ঙ্গের জন্য দুই বার শোকজ দিয়েছিল ক্লাব। এই যাত্রায় বহিষ্কারই করেছে সাদাকালো শিবির।

ক্লাবটির অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরি প্রিন্স বলেন, ‘তাকে দুই বার সতর্ক করা হয়েছে। এর পরও সে

পরিবর্তন হয়নি। তাই বাধ্য হয়ে তাকে বহিষ্কারই করতে হলো।’ আরামবাগ ২০১৮ সালে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম

অবদান ছিল রবিউলের। সেই রবিউল ২০১৯ সালে প্রায় অর্ধ কোটি টাকায় বসুন্ধ’রা কিংসে নাম লেখান। কিংসে এতো সুযোগ সুবিধার পরেও

নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। অনুশীলনে অনিয়মিত থাকার পাশাপাশি শৃঙ্খলা ভ’ঙ্গও করেছিলেন কয়েকবার। কিংস ক্যারিয়ারের বি’ষয়

চিন্তা করে রবিউলকে মোহা’মেডানের কাছে ছেড়ে দেয়। এখানে এসেও বদলাননি টা’ঙ্গাইলের এই ফুটবলার। এখানেও শৃঙ্খলা ভ’ঙ্গের ধা’রাবাহিকতা

বজায় রাখেন। এমনিতে দেশের ফুটবলে প্রতিভার সঙ্কট। এভাবে নিজেদের নষ্ট করলে সেটা সামগ্রিক ফুটবলেরই বড় ক্ষ’তি। নিজের অধপতনে যাওয়ার পর থেকে সাংবাদিকদের ফোনও ধরেন না।

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত ক্লিকস্পোর্টস২৪.কম
ডেভেলপার বাই TravelGram
error: চুরি করা নিষেধ । 😏